আপনিও পারবেন খুব সহজে ফাইভার মার্কেটপ্লেস থেকে আয় করতে। (পর্ব-১)

শুভ সকাল। কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকবেন্ ই না কেন ? প্রযুক্তির সাথে থাকলে কি কেউ খারাপ থাকতে পারে। টাইটেল দেখেই সবাই নিশ্চয় বুঝতে পারছেন যে আমি আজ কি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। ফাইভার সম্পর্কে জানেনা এমন লোক খুবে পাওয়া খুবই কস্টকর। কিন্তু ফাইভারে কাজ করতে ভয় পাই এমন মানুষ খুব সহজেই খুজে পাওয়া যাবে। আর এই সমস্ত মানুষদের ভয় দূর করতে আমি এসে গেছি। কথা দিচ্ছি যারা আমার টিউন নিয়মিত পড়বেন তাদের ইনকাম করিয়েই ছাড়বো ইনশা-আল্লাহ। আমি ফাইভার সম্পর্কে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করব কয়েকটি চেইন টিউন এ। তাহলে চলুন শুরু করি আজকের টিউন। ফাইভার কি ? ফাইভার হচ্ছে একটি বেচা কেনা করার মার্কেটপ্লেস যেখানে আপনি একটি প্রোডাক্ট বিক্রি করবেন আর একজিন বায়ার সেটি আপনার কাছ থেকে কিনবে। যেহেতু এটি একটি অনলাইন মার্কেটপ্লেস সেহেতু আপনি এখানে অনলাইন এবং প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন সেবা বিক্রি করে থাকবেন। ফাইভার কেন করবেন ? অন্যান্য মার্কেটপ্লেস থেকে ফাইভার এর কিছু এক্সট্রা বৈশিষ্ট আছে। ফাইভার এ আপনি আপনার যে কোন ধরনের সেবা দিয়ে গিগ তৈরি করতে পারবেন। সেটা হত...